Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

উপজেলা প্রকৌশলীর কার্যালয়

কালকিনি,মাদারীপুর।

 

 

সিটিজেন চার্টার

 

  ১। এলজিইডি কর্তৃক অর্পিত নির্মান, উন্নয়ন, রক্ষনাবেক্ষণ এবং মেরামত কাজের পরিকল্পনা, প্রাক্কলন প্রনয়নসহ স্কীম

     প্রস্ত্তত করনের কাজ করা হয়।

 

২। উপজেলা পরিষদ এবং এলজিইডি কর্তৃক অর্পিত নির্মান, উন্নয়ন, রক্ষনাবেক্ষণ এবং মেরামত কাজ নিয়মিত

     তদারকী এবং কাজের গুনগত মান নিশ্চিত করিবার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হয়।

 

৩। উপজেলা পরিষদ বা এলজিইডি কর্তৃক অর্পিত ক্রয় কার্য্যক্রম পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং বিধিমালা অনুযায়ী

     সম্পন্ন করা হয়।

 

৪। উপজেলা ও ইউনিয়ন পরিষদকে নির্মান, উন্নয়ন, রক্ষনাবেক্ষণ মেরামত কাজে কারিগরী পরামর্শ ও সহায়তা প্রদান

     করা হয়।

 

৫। উপজেলার সড়কসহ অন্যান্য ভৌত অবকাঠামোর ডাটাবেজ প্রনয়ন ও নিয়মিত হালনাগাদ করা হয়।

 

৬। উপজেলার সড়কসহ অন্যান্য ভৌত অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনা প্রনয়নে উপজেলা পরিষদকে সহায়তা এবং

     উপজেলা পরিকল্পনা বই প্রনয়ন রক্ষনাবেক্ষণ ও হালনাগাদ করা হয়।

 

৭। উপজেলা পরিষদ অথবা এলজিইডি কর্তৃক অর্পিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন সম্পর্কিত অবকাঠামো এবং অন্যান্য

     অবকাঠামো ও রক্ষনাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়।

 

৮। উপজেলার ক্ষুদ্র পানি সম্পদ স্কীম যেমন খাল খনন, বাধ, সেচ ও পানি অবকাঠামো নির্মান ইত্যাদি কাজের

     পরিকল্পনা ও বাস্তবায়নের কাজ করা হয়।

 

৯। উপজেলার গ্রোথসেন্টার/হাটবাজার উন্নয়ন রক্ষনাবেক্ষণ ও মেরামতের স্কীম বাস্তবায়ন করা হয়।

 

১০। প্রয়োজনীয় ক্ষেত্রে নির্মান, রক্ষনাবেক্ষণ ও মেরামত কাজের জন্য মালামাল সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহন করা

       হয়।

 

১১। তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ সম্প্রসারনে সার্বিক সমন্বয় করা।